ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মা’ তোমায় লাখো সালাম

superadmin | আপডেট: ১০ আগস্ট ২০২২ - ০৭:৩৯:৩৭ পিএম

মা’ তোমায় লাখো সালাম
——————————-

বিছানায় শায়িত স্বামীর শিয়রে বসে একজন স্ত্রী পানের ডালা থেকে সুপারি কাটছেন আর স্বামীর সাথে কথা বলছেন। স্ত্রী বলছেন,”দেশের মানুষ তোমার মুখের দিকে তাকাইয়া আছে, সংসার আমি সামলাইছি, সামলাবো, তুমি কেবল দেশ নিয়া ভাবো।” স্বামী কপালের উপর উল্টো করে হাতটা রেখে গভীর চিন্তায় নিমগ্ন, পরদিন ৭ ই মার্চ, পুরো দেশের জনগণ তাঁর ভাষণ শুনার জন্য উন্মুখ হয়ে আছেন, দিক নির্দেশনা কি ? পাশে ২ বছরের শিশু সন্তান রাসেল আনমনে খেলা করছে।

দেশের জন্য একজন নেতা প্রয়োজন আর নেতা হওয়ার জন্য প্রয়োজন তাঁর কাছের মানুষের আত্মত্যাগ।

আমরা দেশের স্বাধীনতা উপভোগ করি, নেতাকে শ্রদ্ধা ভালবাসায় স্মরণ করি কিন্তু তাঁর পেছনে থাকা যে নারী পাশে থেকে তাঁকে সাহস আর শক্তি জুগিয়েছে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেন করবো না !

আজও যেন শাশ্বত বাঙ্গালীর নিভৃতচারী সেই মা’ সাদামাটা শাড়ি পরে পেছনে দাঁড়িয়ে বলছেন, ” বাবারে দরকার নাই, তোমরা সুখে থাকলে আর দেশ এগিয়ে গেলেই আমি খুশী।”

একজন মহীয়সী নিরহংকার নারী, যার সমস্তটা জুড়ে কেবলই মাতৃত্ব। কখনো দেশের জন্য, কখনো দেশের সন্তানদের জন্য। এই নারীর ত্যাগের কোন শেষ নেই। অথচ ঘাতকের বুলেট তাঁকেও ছাড়ল না, নির্মম আঘাতে ছিন্নভিন্ন করে দিল মমতা মাখা নরম কোমল হৃদয়খানি।

মা’ আমাদের ক্ষমা করো, এ লজ্জা আর কষ্ট রাখার জায়গা নেই।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী তাঁর ছায়া সঙ্গী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মদিন।

অথচ তাঁর জীবন মাত্র ৫০ বছর বয়সেই নিষ্ঠুর নির্মমতায় থামিয়ে দেওয়া হয়েছে।

মা’ তোমায় লাখো সালাম।

 

লেখিকাঃ খুজিস্তা নূর ই নাহরীন নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা ঝড় তুলে। পূর্বপশ্চিমবিডিনিউজ এর সাবেক সম্পাদিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী খুজিস্তা নূর ই নাহরীন বর্তমানে মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। গত ৮ই অগাস্ট ছিল বংগমাতা ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন। এ উপলক্ষ্যে খুজিস্তা নূর ই নাহরীন এর টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।

 

 

বিপুল/১০.০৮.২০২২/সন্ধ্যা ৭.৩০

▎সর্বশেষ

ad