
আসাদুজ্জামান আসাদ ,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-৬ আসেনের এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন এমপি মহোদয়ের চাচা বিশিষ্ট রাজনৈতিক নেতা কুচদহ ইউনিয়নের ৩৫ বছরের সফল চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন মহাদ্বয়ের সাথে সহমত প্রকাশ করেন বিরামপুর প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার, দুপুরে বিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সঞ্চালনায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিরামপুর প্রেসক্লাব এর সাংবাদিক গন বলেন, সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য এমপি শিবলী সাদিক এর প্রতিপক্ষ তার এই দলের বঞ্চিত পক্ষদ্বয় নানাবিদ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যাতে করে আগামীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এমপি শিবলী সাদিক না পান একের পর এক ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে। দিনাজপুর -৬ আসনের উন্নয়নের ধারার লাগাম ট্রেনে ধরতেই এবং এমপি শিবলী সাদিক কে এক ঘরে করতে উঠে পড়ে লেগেছে তার প্রতিপক্ষরা।
সাংবাদিক বন্ধব এমপি শিবলী সাদিক পাশে থাকার এবং প্রকৃত তথ্য তুলে ধরার কাজে কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা বিভিন্ন সময় সহযোগিতা আসছেন। এরই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় এ আসনের জন্য একনেক গ্রামীন রাস্তাঘাট পাকা করনের জন্য শত কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। এমপি শিবলী সাদিক এর অভূতপূর্ব উন্নয়নের ধারায় ঈর্ষান্বিত হয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্রে জাল বুনছেন তারই প্রতিপক্ষরা। দিনাজপুর -৬ আসনে বিশেষত আদিবাসী জনগোষ্ঠি উন্নয়ন, রাস্তাঘাট পাকা করন শত ভাগ বিদ্যুত প্রদান ,স্যানিটেশন ব্যবস্থা সহ জীবনমান উন্নয়নে এমপি শিবলী সাদিক নিরলস কাজ করে যাচ্ছেন। এমপি শিবলী সাদিক এবং তাঁর পরিবার আওয়ামী লীগ এবং আদিবাসী জনগোষ্ঠির আপনজন।
গত শনিবার, ৬ জন বেনামি আদিবাসী তাদের জমি দখলের অভিযোগ এনে যে সাংবাদিক সম্মেলন করে স্বপ্নপুরী স্বত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন নামে, কিন্তু দিনাজপুর -৬ মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিককে প্রতিপক্ষ করে তাকে ভূমিদস্যু বানানো নামে, তাকেই ভিকটিম করে সংবাদ পরিবেশ প্রেরণ করা হলো। সংবাদ সম্মেলন হল একজনার পক্ষে আর সংবাদ প্রকাশ করা হলো হলো এম পি শিবলী সাদিক এর বিরুদ্ধে। বর্তমান সময়ে এমপির অত্যাচারে শত শত অদিবাসী জনগোষ্ঠি এলাকা ছাড়া ও ভারতে চলে যাওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে স্থানীয় সাংবাদিকরা সরজমিনে এলাকা ঘুরে অভিযোগ কারীর অধিকতর তদন্ত করে সত্যতা পাইনি। যারা এলাকার বাসিন্দা সেজে জমির মালিক পরিচয় দিয়ে সাংবাদিক সম্মেলন করেছে তাদের কেউ উক্ত এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও সাংবাদিকদের অনুসন্ধানে এ তথ্য মিলে।
সাংবাদিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জালাল উদ্দিন রুমী, মোঃ ফরিদ হোসেন, সিনিয়ন সাংবাদিক ডাঃ নূরুল হক, মোবারক আলী ,আবু তাহের, রিপন মানিক চৌধুরী, সদস্য মাহমুদুল হক মানিক, এএসএম আলমগীর,মাহাবুবুর রহমান. জাহিনুর ইসলাম,এনআই তানিম, জাকিরুল ইসলাম, প্রমুখ।
কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২