কানাইঘাটে আইকন ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ০২:০৭:১৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে ৪ জুলাই সোমবার সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

আইকন সভাপতি আবু বকর সিদ্দীক ও অর্থ সম্পাদক সৈয়দ জাকির বিল্লাহর তত্ত্বাবধানে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হালিম সাতবাকী, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ফয়জুর রাহমান, মাওলানা হাবিবুর রাহমান, হাফিজ শহীদ উল্লাহ, হাফিজ আশরাফ আলী, হাফিজ মুহাম্মদ আলী প্রমুখ।

আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে সিলেটের সকল বন্যাদুর্গত উপজেলায় ঢেউটিন বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। 

কিউটিভি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ১.০৭

▎সর্বশেষ

ad