
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস সফল করার লক্ষ্যে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। (২৫ জুন) শনিবার বিকেলে নগরীর বিভিন্ন পয়েন্টের সাধারণ মানুষের কাছে ও বিপনী বিতানে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবু, পরিচালক অর্থ আলম হোসেন চৌধুরী, সিনিয়র স্টাফ জম জম বাদশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জা আমির হামজা রামিম, সায়েম আহমদ, এরশাদ আহমদ, সিনিয়র স্টাফ ফারুক আহমদ প্রমুখ।
কিউটিভি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩