
শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : উজান থেকে নেমে আসা ঢল আর অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কবলিত এলাকার অসহায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর যুব সমাজ। ২৫ জুন গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের সহযোগিতায় ফরিদপুর গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম সমূহের বন্যা দুর্গত প্রায় ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সহযোগিতা ছাড়া ও আশ্রয় কেন্দ্রে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে। ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছে দেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তৈল, পিয়াজ, রসুন,আলু, ডাল ও চিড়া। ত্রাণ বিতরনে যুব সমাজের পক্ষে অংশ গ্রহণ করেন আব্দুল আমিন, সানুর মিয়া, আনোয়ার হোসেন, রাশেদ আহমদ, মোঃ কিবরিয়া, বিলায়েত খাঁন, রাহিম আহমদ, পারভেজ আহমদ,এমদাদ হোসেন,তোফায়েল আহমদ,আনিক খাঁন, আকমল খাঁন,সাহেদ খাঁন,জাবের আহমদ, নোমান আহমদ, জাকের আহমদ, তারেক আহমদ, তাহের আহমদ,আল-আমীন খাঁন,জলাল আহমদ, ময়না মিয়া,সাহেদ আহমদ, ময়নুল খাঁন, রুবেল আহমদ, আল-আমীন মিয়া, হাবিব মিয়া, সুরমান খাঁন, আজীম খাঁন, ইমন আহমদ, আলী আহমদ, রনি আহমদ প্রমুখ। এসময় যুব সমাজ নেতৃবৃন্দ বলেন, তারা সব সময় বন্যার্তদের পাশে আছেন এবং থাকবেন। তারা বলেন কঠিন এই দুর্যোগময় মূহুর্তে আতংকিত না একে অপরকে সহযোগিতা করুন।
কিউটিভি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩