ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বগুড়ার শেরপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Anima Rakhi | আপডেট: ২০ জুন ২০২২ - ০৩:২৩:৫২ পিএম

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জন্মনিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, অর্থ আত্মসাত ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ ও তার প্রেক্ষিতে পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন খামারকান্দি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মোমিন মহসীন।শনিবার (১৮ জুন) বিকাল ৬টার দিকে শেরপুর অনলাইন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, নির্বাচনের পর থেকে আমি ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু‘ একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার অংশ হিসাবে গত ১২ জুন বগুড়ার জেলা প্রশাসক বরাবরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের বরাদ দিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, জন্ম ও মৃত নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়ের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি সরকারি বিধান মোতাবেক আদায় হয় ও প্রতি মাসে ব্যাংকে জমা করা হয়। তাছাড়া ওয়ারিশিয়ান সনদপত্র বাবদ কোন ফি আদায় করা হয় না। এছাড়া রাস্তার ইট তুলে নেয়া, ফুটবল সামগ্রী বিতরনে অনিয়ম, ইউপি ভবন সংস্কার করার যে অনিয়মের কথা বলা হয়েছেও তাও মিথ্যা ও ভিত্তিহীন।

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নাজমুল ইসলামকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে গত ১৪ মার্চ ২০২২ এর সভার সিদ্ধান্ত মোতাবেক বাদ দিয়ে নতুন উদ্যোক্তা নেয়া হয়েছে।তিনি আরো বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীতে ৯ জন শ্রমিকের নাম পরিবর্তন করে নতুন নাম তালিকাভুক্ত করা হয়েছে। ইহাতে কোন দুর্নীতি বা স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করা হয়নি।সংবাদ সম্মেলনে ইউপি সচিব সাজেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, হেলালুজ্জামামান বাবু, নজর“ল ইসলামসহ খামারকান্দি ইউনিয়ন পরিষদের ১১ জন্য সদস্য উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad