
ডেস্কনিউজঃ নির্বাচনে কে জয়ী হবেন? কে হচ্ছেন কুমিল্লার নগরপিতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।
সর্বশেষ প্রাপ্ত কুসিক নির্বাচন: ৯৩ কেন্দ্রের বেসরকারি ফল সাক্কু ৪৪,৭৭৮; রিফাত ৪৪,৩৮৫; নিজাম উদ্দিন ২৫,৩১৪। ৯৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত এর চেয়ে সাক্কু এগিয়ে আছেন।
এর আগে বুধবার (১৫ জুন) সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবাব প্রথম পুরো কুমিল্ল সিটিতে ভোট হয়েছে ইভিএমে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয়লিঙ্গের ভোটার দুজন।
বিপুল/১৫.০৬.২০২২/ বিকাল ৫.৪৭