
সিলেট বিভাগে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি’র আর্থিক সহায়তায় নতুন দিন প্রকল্পের অধিনে সীমান্তিক এর আয়োজনে ১৪টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৭৯ জন গোল্ড স্টার মেম্বার (জিএসএম) এর মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল ২ জুন বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোয়াইনঘাট এবং হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে প্রায় দুই হাজার টাকা সমমূল্যের উপকরন প্রদান করা হয়।
গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ঢাকার এ্যাডিশনাল এজিএম-প্রোগ্রাম অপারেশন মশিউর রহমান, বিসিসি’র হেড মোঃ মহিউদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার-প্রোগ্রাম অপারেশন রেজাউল করিম, সিলেটের এরিয়া সেলস ম্যানেজার মোঃ বাহাউদ্দিন, সীমান্তিক নতুন দিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ রুহুল আমিন, ডিটিএল মোঃ আব্দুল হামিদ প্রমুখ।
এর আগে গত ১ জুন বুধবার সিলেট জেলার ৪টি উপজেলা, সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলা ও হবিগঞ্জ জেলার ২টি উপজেলায় বন্যার্ত জিএসএম’দের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের জকিগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের চেয়ারপারসন শফিকুল হক তপাদার, আঞ্চলিক কমিটি সভাপতি মোঃ আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, একাউন্স অফিসার মোঃ সিরাজুল ইসলাম। বালাগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের ডিপিএম মোঃ কামাল হোসেন, এসএমসি সিলেটের সেলস এ্যাকজিকিউটিভ আবু নাসের। বিয়ানিবাজার উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের প্রোগ্রাম স্পেশালিষ্ট-মনিটনিং পিযুষ কান্তি দেবনাথ।
দিরাই উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের সিনিয়র এ্যাডমিন এ্যান্ড একাউন্স মোঃ তোফায়েল আহমদ। ছাতক উপজেলায় উপস্থিত ছিলেন সীমান্তিকের প্রোগ্রাম স্পেশালিষ্ট এমআইএস এ্যান্ড ডকুমেন্টেশন মোঃ সৈয়দ হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ডিটিএল মোঃ জাহাঙ্গির আলম। নবীগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন এসএমসি সিলেটের পিও-সিএম মোঃ আতিকুজ্জামান। বানিয়াচং উপজেলায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডিটিএল মোঃ শরিফ আল মঞ্জিল।
অনুষ্ঠানগুলোতে ৩৭৯ জন গোল্ড স্টার মেম্বারদের মধ্যে প্রত্যেককে প্রায় দুই হাজার টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জিএসএম’রা এই খাদ্য সামগ্রি পেয়ে সকলেই আনন্দিত। এ সময় তারা বলেন, সীমান্তিক এবং এসএমসি’র মত এমন সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করি বিধায় এমন উপহার পাওয়া সম্ভব হয়েছে। তারা সীমান্তিক ওএসএমসির উত্তর উত্তর সমৃদ্ধির কামনা করে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
কিউটিভি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৬