গরমে লিচু বেশি খেলে যা হতে পারে

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২২ - ০৪:১৪:৫৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : অবশ্য আম, জাম, কাঁঠাল অনেক দিন বাজারে পাওয়া গেলেও লিচু ততদিন ধরে বাজারে পাওয়া যায় না। তাই অনেকেই একসঙ্গে অনেক লিচু কিনে থাকেন। খেয়েও থাকেন অনেক বেশি পরিমাণে, যা কখনো কখনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গরম পড়তেই বিরক্তিকর রোদের মধ্যে ক্লান্তি ধরলে আমরা বিভিন্ন ফল খেয়ে থাকি। এর মধ্যে লিচু অন্যতম। কোথাও বেড়াতে গেলেও আমরা সঙ্গে করে নিয়ে যাই কয়েকশ লিচু। 

লিচু বেশি খেলে কী হতে পারে

১. লিচুতে শর্করার মাত্রা বেশি। ফলে বেশি লিচু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসের রোগী তো বটেই, সাধারণ মানুষকেও লিচু খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

২. লিচু সাধারণত খালি পেটে খেতে নেই। তাতে হজমের গোলমাল হতে পারে।

৩. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে লিচু সাহায্য করতে পারে। কিন্তু যাদের রক্তচাপ নিচের দিকে থাকে, তারা লিচু বেশি খেলে রক্তচাপ আরও কমে যেতে পারে।

৪. ১০০ গ্রাম লিচুতে ৬৬ গ্রাম ক্যালরি থাকে। ফলে লিচু খেলে খুব দ্রুত বাড়তে পারে ওজন।
লিচু খাওয়ার কিছু উপকার

১. প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লিচুতে। ফলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে লিচু।

২. প্রচুর খনিজ লবণ, ক্যালসিয়াম ও আয়রন থাকে লিচুতে।

৩. অনেক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে এই ফলে, যা ত্বক ভালো রাখে।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউটিভি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad