ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

রাশিয়ার ‘ধর্মগুরু’ যে কারণে ল্যাভরভকে ক্ষমা চাইতে বললেন

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৫:৫৬:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : রাশিয়ার প্রধান ইহুদি ধর্মগুরু বেরাল লাজার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ইহুদি সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে বলেছেন৷ রোববার ইতালির একটি গণমাধ্যমের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ দাবি করেন, জার্মান কুখ্যাত নাৎসি নেতা এডলফ হিটলারের বংশধররা ইহুদি ছিলেন৷ তার শরীরে ছিল ইহুদি রক্ত। আর ল্যাভরভের এমন মন্তব্যে ক্ষুদ্ধ হয়েছেন ইহুদি সম্প্রদায়ের সকল মানুষ। কারণ হিটলার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ইহুদিকে হত্যা করেছেন৷ হিটলার পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। 

ল্যাভরভকে ক্ষমা চাইতে বলে রুশ প্রধান ইহুদি ধর্মগুরু বলেন, এটা খুব সুন্দর হবে যদি ল্যাভরভ ইহুদিদের কাছে ক্ষমা চান এবং সহজভাবে তিনি তার ভুল স্বীকার করে নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইহুদি হলেও দেশটিতে নাৎসি কর্মকান্ড চলে, এ বিষয়টিকে সত্য বলে স্থাপন করতে ল্যাভরভ বলেছিলেন, হিটলারের রক্তও ছিল ইহুদি। ফলে জেলেনস্কি ইহুদি হলেও তার দেশে নাৎসি আছে৷ এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাতে ৬০ লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল। 

ফলে হিটলারের বংশধররা ইহুদি ছিল বলে মন্তব্য করায় ইহুদি রাষ্ট্র ইসরাইলসহ সব ইহুদি ক্ষুদ্ধ হয়েছেন। ইসরাইল সরাসরি বলেছে, ল্যাভরভকে ক্ষমা চাইতে হবে৷ এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার অন্যতম কারণ হিসেবে বলেছে, ইউক্রেনে নাৎসি মতবাদ ছড়ানো হচ্ছে তাই তাদের নির্মুল করার জন্য তাদের অভিযান। 

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad