স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরের নিলামের আগে ৬ কোটি রুপি দিয়ে কেইরন পোলার্ডকে ধরে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আগের মৌসুমগুলোতে প্রায়ই ব্যাট হাতে ঝড় তুললেও এবার নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১২৫ রান। বল হাতেও সাফল্য নেই, শিকার করেছেন মাত্র ৩ উইকেট।
মেগা নিলাম থেকে জনি বেয়ারস্টোকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদে গত মৌসুমে দারুণ খেলেছিলেন তিনি। যদিও এবার তার ব্যাটে সেই পুরনো ধার নেই। ৬ ম্যাচে করেছেন মোটে ৭৯ রান, যার স্ট্রাইকরেট ১১২.৮৬। তবে তিনি এখনো ওপেন করেননি।
আগের মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় মঈন আলিকে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। ভারতের মাটিতে স্পিনের সুবিধা নিতে মঈনের ওপর ভরসা করেছিল ধোনির নেতৃত্বাধীন দল। কিন্তু ইংল্যান্ডের এই অলরাউন্ডার এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পরেননি। পাঁচ ম্যাচে তিনি মাত্র ৮৭ রান করেছেন। শিকার করতে পারেননি কোনো উইকেটও, এমনকি চোটের কারণে গত তিন ম্যাচ ধরেই মাঠের বাইরে তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কেড়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড। তাই এ বছর তাকে দলে নেয় গুজরাট টাইটানস। পাঁচ ম্যাচে তিনি করেছেন মাত্র ৫৮ রান। সানরাইজার্স হায়দরাবাদের খেলা ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডও ব্যর্থ এই আসরে। ৭.৭৫ কোটি রুপিতে বিক্রিত শেফার্ড ২ ম্যাচে ব্যাট হাতে ৩২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন মাত্র ৩ উইকেট।
কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৪৫