ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ধোনির অধিনায়কত্ব ছাড়া আর ধরায় অবাক ডুপ্লেসিস

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৪:৩৬:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মাঝপথে নেতৃত্ব বদল করেছে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে আবারও নেতৃত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এভাবে অধিনায়ক বদল করায় বেশ অবাক হয়েছে প্রায় এক দশক চেন্নাইয়ে কাটানো ফাফ ডুপ্লেসিস। চলতি আসরে যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন। আজ বুধবার রাতে পুরনো দলের বিপক্ষেই তিনি টস করতে নামবেন।

মৌসুম শুরুর আগে রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু জাদেজা ব্যর্থ হওয়ায় ৮ ম্যাচ  পর আবারও ধোনিকে অধিনায়ক বানানো হয়। নেতৃত্ব পেয়েই দলকে জিতিয়েছেন ধোনি। তবে চেন্নাইয়ে নেতৃত্ব হস্তান্তর নিয়ে ডুপ্লেসিস বলেছেন, ‘মৌসুমের মাঝপথে এরকম ঘটনা ঘটায় আমি অবাক। মৌসুম শুরুর আগে যেটা হয়েছিল সেটা নিয়েও অবাক। মনে হচ্ছে একটা ঘটনা আর একটাকে ছাপিয়ে গেছে। ‘

চেন্নাইয়ের বিপক্ষে প্রথম সাক্ষাতে হেরেছিল বেঙ্গালুরু। দ্বিতীয় সাক্ষাতে ধোনি ফেরায় লড়াই আরও কঠিন হবে বলে মনে করছেন টানা তিন ম্যাচ হেরে বিপদে থাকা বেঙ্গালুরু অধিনায়ক, ‘লড়াই যে কঠিন হবে সেটা নিয়ে সন্দেহ নেই। ধোনি অধিনায়ক থাকলে নিজের ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনে। চেন্নাইয়ের সাফল্যের এটাই অন্যতম কারণ। আমাদের জন্য লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে।  আগের ম্যাচে হারলেও আমরা আত্মবিশ্বাসী। জানি আমরা এর থেকেও ভালো ক্রিকেট উপহার দিতে পারি। ‘

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৩৫

▎সর্বশেষ

ad