ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গোপন সফরে সৌদি যুবরাজের সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৪:৩০:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার ইস্যু, ইয়েমেন, ইউক্রেনের যুদ্ধ এবং ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও বাইডেন প্রশাসন এখন তার উপসাগরীয় মিত্রের সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, সিআইএ পরিচালক বার্নস সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। যেখানে তাদের দুজনের মধ্যে ‘অর্থপূর্ণ’ আলোচনা হয়। গেল এপ্রিল মাসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর এক বৈঠকের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ওপর ক্ষুব্ধ হয়ে চিৎকার করে কথা বলেছিলেন সৌদি যুবরাজ। 

এর আগে গত মার্চে দ্য আটলান্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলেও আমি পরোয়া করি না। এতে আমার কিছু যায় আসে না।’ উপসাগরীয় দেশটির নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কও করেন তিনি। যুবরাজ বলেন, ‘খুবই সাধারণ কথা, আমি তাকে (বাইডেন) পরোয়া করি না।’ বাইডেনের সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে কি না জানতে চাইলে যুবরাজ সালমান বলেন, ‘আমাদের যেমন যুক্তরাষ্ট্রকে নিয়ে লেকচার দেয়ার অধিকার নেই। অন্যের ক্ষেত্রেও বিষয়টা একই।’

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:২৯

▎সর্বশেষ

ad