ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নতুন ডিক্রি জারি করে পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা দিলেন পুতিন

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১১:১১:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি নতুন ডিক্রি জারি করেছেন। 

সেই ডিক্রি অনুযায়ী সহজ ভাষায় বলা যায়, যারাই রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা এবং তাদের কাছে পণ্য আমদানি করা বন্ধ করে দেবে রাশিয়া। 

সংবা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন ডিক্রি জারি করে এখন পর্যন্ত পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন পুতিন।

তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনো সময় আমদানি বন্ধ করে দেবেন তিনি। 

মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন। 

তিনি বলেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে, সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে। 

পুতিনের জারিকৃত ডিক্রি অনুযায়ী, রাশিয়া চাইলে কাঁচামাল রপ্তানিও বন্ধ করে দেবে।

কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি ঠিক করতে কর্মকর্তাদের ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। 

এখন দেখার বিষয় রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞার আওতায় কারা পড়ে।

রাশিয়ার গ্যাস নিয়ে কথা ওঠতেই ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে। 

আর পুতিনের নতুন সতর্কবার্তার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। 

সূত্র: রয়টার্স 

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

▎সর্বশেষ

ad