ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নতুন ডিক্রি জারি করে পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা দিলেন পুতিন

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১১:১১:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি নতুন ডিক্রি জারি করেছেন। 

সেই ডিক্রি অনুযায়ী সহজ ভাষায় বলা যায়, যারাই রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের সঙ্গে থাকা চুক্তি বাতিল করা এবং তাদের কাছে পণ্য আমদানি করা বন্ধ করে দেবে রাশিয়া। 

সংবা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন ডিক্রি জারি করে এখন পর্যন্ত পশ্চিমাদের সবচেয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন পুতিন।

তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনো সময় আমদানি বন্ধ করে দেবেন তিনি। 

মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন। 

তিনি বলেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে, সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে। 

পুতিনের জারিকৃত ডিক্রি অনুযায়ী, রাশিয়া চাইলে কাঁচামাল রপ্তানিও বন্ধ করে দেবে।

কাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি ঠিক করতে কর্মকর্তাদের ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। 

এখন দেখার বিষয় রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞার আওতায় কারা পড়ে।

রাশিয়ার গ্যাস নিয়ে কথা ওঠতেই ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে। 

আর পুতিনের নতুন সতর্কবার্তার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। 

সূত্র: রয়টার্স 

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

▎সর্বশেষ

ad