স্পোর্টস ডেস্ক : জরিমানার বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারা অনুযায়ী লেভেল ১ অপরাধ করেছেন পৃথ্বি। তিনি নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত নেন তা মানতে বাধ্য ক্রিকেটাররা। তার বিরুদ্ধে আবেদন করা যায় না।’জরিমানার ম্যাচে লখনৌর দেওয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করতে সক্ষম হয় দিল্লি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ১৩ রানের মাথায় ২ উইকেট হারায় রিশভ পন্ত বাহিনী। ৫ রানে পৃথ্বি শ ও ৩ রানে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। এরপর রিশভ পন্ত ও মিচেল মার্শের ব্যাটে শক্ত এক জুটি গড়ে দিল্লি। মার্শ দুর্ভাগ্যবশত আউট হয়ে ফিরেন কৃষ্ণাপা গৌতমের বলে। ২০ বলে স্কোর বোর্ডে ৩৭ রান যোগ করেন তিনি। পন্তের ব্যাট থেকে আসে দলের সবচেয়ে বড় ইনিংসটি। ৩০ বলে ৪৪ রান করেন তিনি।
পন্ত-মার্শরা প্যাভিলিয়নে ফিরলে রভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেলের ব্যাটে ভরসা খুঁজছিল দিল্লি। কিন্তু রভম্যান আশা জাগিয়েও ২১ বলে ৩৫ রান করে বিদায় নেন। অক্ষর প্যাটেল শেষ পর্যন্ত চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হারই বরণ করতে হয় দিল্লিকে। প্যাটেল ২৪ বলে করেন ৪২ রান। কুলদীপের ব্যাট থেকে আসে ১৬ রান। লখনৌর হয়ে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মহসিন খান। একটি করে উইকেট পান দুশমন্থ চামিরা, রবি বিষ্ণু ও গৌতম। এর আগে দিল্লির হয়ে নিজের প্রথম তিন ওভারে ভালোই বল করেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনিংসের ২০তম ও নিজের শেষ ওভারে ‘প্রাণ খুলে’ রান খরচ করেন তিনি। নিজের প্রথম তিন ওভারে ২২ রান দিলেও চতুর্থ ওভারে ২টি ওয়াইডসহ মোট ১৫ রান ব্যয় করেন কাটার মাস্টার, বিনিময়ে কোনো উইকেটও পাননি তিনি।
ফিজের মতো ‘প্রাণ খুলে’ রান দেন তার অন্য দুই সতীর্থ চেতান সাকারিয়া ও শার্দুল ঠাকুরও। ৪ ওভারে সাকারিয়া ৪৪ ও শার্দুল ৪০ রান দিয়েছেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করে লখনৌ। লখনৌর হয়ে দীপক হোদা ৫২, লোকেশ রাহুল ৭৭ মার্কাস স্টোইনিস ১৭ ও ক্রুনাল পান্ডেয়া ৯ রান করেন।
কিউটিভি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৪৪