ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এক ছক্কায় ইতিহাসে নাম তুললেন ড্যানিয়েল স্যামস

admin | আপডেট: ০১ মে ২০২২ - ০১:০৫:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ৮ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের পাঁচবার শিরোপাজয়ী দলটি এবার করুণ অবস্থায় আছে। তাদের প্রথম জয়ে বড় অবদান ড্যানিয়েল স্যামসের। গতকাল শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কায়রন পোলার্ড আউট হওয়ার পর তিনি ক্রিজে আসেন। প্রথম বলেই ছক্কা মেরে জিতিয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। সেইসঙ্গে গড়েন ইতিহাস।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে বল হাতে ৩১ রানে ১ উইকেট নিয়েছিলেন স্যামস। ৪ ওভার বল করে স্পটলাইট কাড়তে না পারলেও ব্যাট হাতে একটি মাত্র বল খেলেই আইপিএলের ইতিহাসে জায়গা করে নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অজি তারকা। ১৯.১ ওভারে স্যামস যখন ক্রিজে আসেন, জয়ের জন্য মুম্বাইয়ের তখন প্রয়োজন ছিল ৫ বলে ৪ রান। এর মাধ্যমেই তিনি হয়ে যান আইপিএলে ব্যাট হাতে মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো তৃতীয় ক্রিকেটার। প্রথমবার এই কীর্তি গড়েছিলেন আদিত্য তারে। কাকতলীয়ভাবে তিনিও ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ  জিতিয়েছিলেন! ২০২০ সালে ব্যাঙ্গালোরের বিপক্ষে দ্বিতীয়বার এই কীর্তি গড়েন পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান।

 

 

কিউটিভি/আয়শা/১ মে, ২০২২ | ১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad