নবতর পথযাত্রার সূচনা করতে চায় আ. লীগ: ওবায়দুল কাদের

admin | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ - ০৩:৫৭:৩৯ পিএম

ডেস্ক নিউজ : নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশার নয়া উৎসর্গীকৃত চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করতে চায়। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগের সব কার্যক্রম এগিয়ে নেওয়াই আজকের দিনের অঙ্গীকার। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে বাংলা নবর্ষের দিনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দেশবাসীকে দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার বৈশাখ এসেছে রমজান মাসে। তাই জনগণ রমজানের পবিত্রতা রক্ষা করার পাশাপাশি আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপন করছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad