‘এই ঘটনায় রাষ্ট্রব্যবস্থার করুণ দশা প্রতিফলিত হয়েছে’

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০৮:৩০:২৫ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ’ এ কালিগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ’ এর ঘটনায় রাষ্ট্রব্যবস্থার করুণ দশা প্রতিফলিত হয়েছে মাত্র। রাষ্ট্র যে আর আইন, নীতি, বিধি দ্বারা পরিচালিত হচ্ছে না, রাষ্ট্র যে ক্রমাগত সভ্যতা ও সৌজন্যতা অতিক্রম করে ধ্বংসের দিকে যাচ্ছে তা বর্তমান সরকার বুঝতে অক্ষম। সরকার মানুষের উপর প্রভুত্ব, শোষণ, নিপীড়ন, অন্যায় ও অবিচার চালাতে গিয়ে সমগ্র সমাজকে একটা অন্যায়, অনৈতিক ও ভয়ঙ্কর সংস্কৃতিতে জড়িয়ে ফেলেছে। ‘পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভ’ তার একটি খন্ডচিত্র মাত্র। পরীক্ষা যাই হোক, কিন্তু ছাত্রলীগকে এ প্লাস দিতে হবে এবং শিক্ষকগণও দিতে বাধ্য হবেন। এটাকেও সরকার তাদের বিজয় হিসেবে চিহ্নিত করবে।’

তিনি বলেন, ‘পরীক্ষার হলে সবাই ভিডিওতে যুক্ত হচ্ছেন এবং হাসি-ঠাট্টার পরিবেশের মাধ্যমে পরীক্ষা হলের যে দৃশ্য প্রতিফলিত হয়েছে তাও কল্পনাতীত। এ ভয়ংকরতা সরকারকে বিচলিত করেনি, সরকার মোটেও বিব্রত হয়নি। এসব প্রতিকারে সরকারের কোনো সক্ষমতাও নেই। এসব কিছুই হচ্ছে সরকারের বিগত ১৩ বছরের নির্বাচন বিহীন অবৈধ ক্ষমতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের পরিণতি।’রব আরও বলেন, ‘বর্তমান সরকারের ক্ষমতা আরও দীর্ঘ স্থায়ী হলে রাষ্ট্রের বড় সর্বনাশ ডেকে আনবে, দেশের জন্য করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে। এ ভয়াবহ রাষ্ট্রব্যবস্থাপনা ও ভয়ঙ্কর সংস্কৃতি প্রতিরোধে দেশের  সবাইকে এগিয়ে আসতে হবে।’

 

 

কিউটিভি/আয়শা/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

▎সর্বশেষ

ad