ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ব্যাংকক জীবনের উপাখ্যান : সূচনা পর্ব

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ০৩:৫১:১০ পিএম

১৯৯০ এর ৬ই ডিসেম্বর এরশাদ পদত্যাগ করল। তুমুল ছাত্র আন্দোলনের এক সফল পরিক্রমায় এরশাদের পতন ও অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতা গ্রহণ করল।

এই সফল ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসাবে স্বাধীনতা উত্তর ছাত্র রাজনীতির ইতিহাস খুঁজতে গেলে হয়তো আমার নাম কেউ খুঁজেও পেতে পারে। সে নিয়ে আমার গর্ববোধ নেই। আবার আনন্দ বোধও নেই। প্রানপ্রিয় সংগঠন বিএনপি ক্ষমতায় আসলো ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারী। গণত্রান্ত্রিক দেশে নিজ দল ক্ষমতায় থাকাকালীন সময় ছাত্রত্ব অসমাপ্ত রেখেই কাপুরুষের মত পালিয়ে যেতে হল দেশ ছেড়ে। থাইল্যান্ডে। কসমোপলিটান সিটি ব্যাংককে।

দেশ ছাড়ার প্রেক্ষাপট অনেক। পর্যায়ক্রমে সে প্রেক্ষাপট আলোচিত হবে। ১৯৯১ সালের ১৩ই অক্টোবর থাই এয়ারলাইন্স এ পাড়ি জমালাম ব্যাংককে। ফিরে এসেছি ১৯৯৪ সালের অগাস্টের শেষের দিকে। প্রায় ৩ বছর দেশান্তরী। প্রবাসী জীবনের হেডকোয়ার্টার ছিল ব্যাংকক। ব্যাংককে থাকি। ভিসা শেষ হলে থার্ড কোনো কান্ট্রিতে যেয়ে কিছুদিন কাজ করে ব্যাংককে থাকার খরচ তুলে, আবার ফিরে আসতাম যেন আমার আপন আঁধারে।

এই যে ”আমার আপন আঁধার” ব্যাংকক জীবনের প্রথম দিনেই পরিচয় হল একজন ভালো মানুষের সঙ্গে। আমার ধারাবাহিক এই কাহিনী পর্বে তিনি গুরুত্বপূর্ণ একজন চরিত্র। ব্যাংককে প্রবাসী, নির্বাসিত জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অনেক ঘটনা। অনেক কথা, কথার পিছনের কথা।

আমার সতীর্থ, আমার বন্ধু যারা, যারা আমার সঙ্গে ছিল ব্যাংকক জীবনে। তাদের কেউ কেউ প্রায় অনুযোগ করে, কি লিখিস তুই? ব্যাংকক নিয়ে কিছু লেখ। আমার চেয়ে বেশি কারণে যারা জেল,জুলুম,হুলিয়া, মৃত্যু অথবা গ্রেফতার এড়ানোর কারণে পালিয়েছিল ব্যাংককে, তাদের মধ্যে সাবেক এমপি, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা বড়ভাই ছাড়া, মুহসিন হলের ছাত্র সংসদের সাবেক জিএস প্রিয়বন্ধু সাঈদ সোহরাব, মুহসিন হল ছাত্র সংসদের সাবেক এজিএস কামরুল ইসলাম সজল, সূর্যসেন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মির্জা মাসুদ জুয়েল (বিগত বিএনপি সরকারের আমলে সর্বহারা কতৃক নিহত), জগন্নাথ হল শাখার ছাত্রদল নেতা অশোক সরকার অনল, এবং সর্বশেষে শহীদুল্লাহ হল শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ।

বাঙালি অধ্যুসিত ফাওরাত এলাকার দক্ষিণে চাওফিয়া নদী ।এর কোল ঘেসেই ”শিয়াবান খায়েক” এলাকা। ব্যাংককে শিয়াবান খায়েক এলাকা মুসলিম প্রধান। থাই ভাষায় এর অর্থ ” ভারতীয় অতিথিদের গলি ”। মসজিদ ও কবরস্থানের পাঁশে এক ফ্ল্যাটে উঠলাম আমরা সবাই। ফ্ল্যাটের ৩ তলায় থাকতেন পূরো পরিবার নিয়ে ইসতিয়াক আহমেদ দুলাল ভাই। যিনি এখন থাই নাগরিকত্ব গ্রহণের কারণে ক্রিট সিয়াম ফাইরিন দুলাল নামে পরিচিত।

দুলাল ভাইয়ের চিন্তা,চেতনা, ভাবনা, ইচ্ছা,আকাংখা , দেশের প্রতি ভালবাসা, প্রবাসে থেকে দেশের সার্বক্ষণিক খবর রাখা, প্রচুর বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা, অথবা প্রগতিশীল মানসিকতার বহিঃপ্রকাশ ঘটানোই নিত্যদিনের কাজ। পরোপকারী এই মানুষটি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর শীর্ষ প্রায় সকল নেতাদের সঙ্গে তাঁর যোগসূত্রতা বরাবরই সব সময় রেখেছেন। এখনো আছে।

সাবেক রাষ্ট্রপতি সহ বিএনপি ও আওয়ামীলীগের অনেক ডাকসাইটে বর্তমান ও সাবেক মন্ত্রীগণ ব্যাংকক গেলেই তাঁর সঙ্গে দেখা করবেন, অথবা তাঁর বাসায় পদধূলি দিবেন। ব্যাংকক জীবনের উপাখ্যানে তিনি আছেন গভীরভাবে জড়িয়ে। তিনি ছিলেন আমাদের ব্যাংকক জীবনের অভিভাবক, একজন আবশ্যিক শুভাকাংখী ।

পাদটীকাঃ সন্ত্রাস যদি শিল্প হয় তাহলে সেই শিল্পের রূপকার খ্যাত ৮০ এর দশকের একজন সাবেক ছাত্রনেতা আমার ব্যাংকক জীবনের সবচেয়ে দীর্ঘ সময়ের সাথী ছিলেন। তিনি এখন কানাডায় নির্বাসিত জীবনযাপন করছেন। ধারাবাহিক এই পর্ব কাহিনীতে তার কথা আসবে। তার নাম আসবেনা। তিনি নিজেই একদিন ফোন করে আমাকে বলেছিলেন, আমার নাম দিয়ে কিছু লেখা যাবেনা। সঙ্গত কারণে, ঘটনা বর্ণনার স্বার্থে তাকে আমি উল্লেখ করব ”বড়ভাই” হিসাবে।

ছবি পরিচিতিঃ ১. উপরের ছবিটি ব্যাংককের ডাউনটাউন ফাওরাত মার্কেট এলাকা। ২. ব্যাংককের স্থায়ী বাসিন্দা বাংলাদেশী ইসতিয়াক আহমেদ দুলাল (ক্রিট সিয়াম ফাইরিন দুলাল) ৩. ঢাকাবিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ মোহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাব। ৪.হাজী মোঃ মোহসিন হল ছাত্র সংসদের সাবেক এজিএস গাজী কামরুল ইসলাম সজল।

লেখকঃ লেখকঃ লুৎফর রহমান। লেখক, কলামিস্ট, রাজনীতিবিদ।

কিউএনবি/ বিপুল/ ৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৬

▎সর্বশেষ

ad