‘অদ্ভুত শব্দ’ই খোঁজ দিল ১০ বছর আগে হারানো আইফোনের

admin | আপডেট: ০২ এপ্রিল ২০২২ - ০২:৩৮:৪৭ পিএম

ডেস্ক নিউজ : হালের ক্রেজ আইফোনের আবেদন ১০ বছর আগেও একই ছিল। ১০ বছর আগে সাধের আইফোনটি হারিয়ে ফেলেছিলেন এক নারী। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও সাধের আইফোনটি কোথাও খুঁজে পাননি তিনি। এক দশক পর সেই হারানো ফোনটি পেয়ে একদম তাজ্জব বনে গেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক টাইমস জানায়, বেকি ও তার স্বামী ফ্ল্যাশ করার পর টয়লেটে  ‘অদ্ভুত শব্দ’ শুনতে পেতেন। সেই শব্দের সন্ধান করতে গিয়েই টয়লেটের পাইপের ভেতর আটকে থাকা আইফোনের খোঁজ মেলে। ফোনের পিছনের অংশটি খোলা ছিল, তবে আইফোনটি টয়লেট পাইপে ১০ বছর কাটানোর তুলনায় ভালো অবস্থায় ছিল বলে বেকি ফেসবুক পোস্টে দাবি করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/২রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

▎সর্বশেষ

ad