রাজধানীতে গণ-অনশনে বসবে বিএনপি

admin | আপডেট: ৩০ মার্চ ২০২২ - ০৭:২৫:২২ পিএম

ডেস্ক নিউজ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে গণ-অনশন করবে বিএনপি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মসূচি চলবে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।তিনি বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একই সঙ্গে চালের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। গ্যাসের দাম বাড়ানোর জন্য কম্পানিগুলো প্রস্তাব দিয়েছে। সরকারের মদদপুষ্ট ব্যক্তিবিশেষ ব্যবসায়ীদের আরো মুনাফা পাইয়ে দেওয়ার জন্য দাম বাড়ানো হচ্ছে। সরকারের প্রশ্রয়ে এটি হচ্ছে।

বিদ্যুতের দাম বাড়ার কারণ তুলে ধরে তিনি বলেন, আইপিপিতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অথচ বলা হচ্ছে বিদ্যুৎ এখন উদ্বৃত্ত, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আইপিপি সরকারের উৎপাদন না, এটা সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন। অর্থাৎ এ দেশে রাষ্ট্রীয় সম্পদকে পুরোপুরি ব্যবহার করে শুধু কিছু ব্যক্তির মুনাফার জন্য জনগণের পকেট কেটে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/৩০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad