ডেস্ক নিউজ : রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। মেধা, পরিশ্রমের পাশাপাশি সামাজিক কার্যকাণ্ডের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতের মীরসরাই সমিতির আয়োজনে ও বাংলাদেশ প্রেস ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানে আয়োজন করা হয়।
শুক্রবার ২৫ মার্চ দেশটির জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কার্যক্রম চলে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রবাসী বাংলাদেশিরা এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানবতার সেবায় এধরনের কর্যক্রমে অন্যান্য প্রবাসীদেরও এগিয়ে আসা দরকার বলে মনে করেন স্বেচ্ছাসেবী প্রবাসী বাংলাদেশিরা।
স্বেচ্ছায় রক্ত দিতে আসা বাংলাদেশ প্রেস ক্লাবের মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার মৌসুমী জানান, প্রবাসে সংসার কাজের ব্যস্ততার কারণে আগ্রহ থাকলে স্বেচ্ছায় রক্তদান করার সুযোগ হয়নি। আমি জীবনে প্রথমবার রক্ত দিলাম। সত্যিই বলতে অনেক ভালো লাগছে, মনের মধ্যে কেমন যেন প্রশান্তি অনুভূতি হচ্ছে- নিজ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদেশের মাটিতে এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে।
কিউটিভি/আয়শা/২৭শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭
