বাজার সিন্ডিকেট করে ক্ষমতাসীনরাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়েছে

admin | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫৮:৩৭ পিএম

ডেস্ক নিউজ : ক্ষমতাসীনরাই বাজার সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েক শত গুণ বেড়ে্ছে। শুধু নিজেদের(ক্ষমতাসীনদের) লোকদের দিয়ে বাজার সিন্ডিকেট করে এই বৃদ্ধি করা হয়। এখানে সরকারের কোনো ইন্টারভেনশন নেই। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, আইনের অপশাসন, গুম-খুন-বিচারবর্হিভূত হত্যার মাধ্যমে আওয়ামী সরকার বাংলাদেশে মেন মেইড ডিজাস্টার সৃষ্টি করেছে।

‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই’ বানিজ্যমন্ত্রী টিপু বিশ্বাসের এমন বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘বানিজ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা যায় দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না। আপনাদের কিছুই করার নেই, তাহলে দেশ চালায় কে? দেশ চালাচ্ছে কোন অদৃশ্য শক্তি? আমরা মনে করি বানিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছু নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি এটি মন্ত্রীর নিষ্ঠুর রসিকতা। ’ 

তিনি বলেন, ‌‘যদি আপনাদের কিছুই করার না থাকে আবার জোর করে ক্ষমতা আঁখড়ে ধরে রেখেছেন। এতো লোভ-লালসা কেনো? কোনো সরকার ভদ্র হলে যদি নিজেরা ব্যর্থ হয়, কিছু করার না থাকে তাহলে পদত্যাগ করে। এটাই গণতান্ত্রিক বিশ্বের উদাহরণ দৃষ্টান্ত। নির্লজ্জের মতো ক্ষমতা ধরে আছেন একটা অবৈধ পার্লামেন্টের মাধ্যমে একটা বিনাভোটে নিশিরাতের সরকার হয়ে। ’ 

‘বিএনপি ৫ বছরের ক্ষমতাকালে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে’-প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এহেন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ দেশকে যে পিছনের দিকে নিয়ে গেছে সে বিষয়ে উনার বলা দরকার ছিল। উনার বক্তব্য শুনে মনে হয় যে, উনি কোনো আজগুবি ইন্সটিটিউটে লেখাপড়া করেছেন। উদ্ভট তথ্য প্রদানের হেড মাস্টার হলেন মিস্টার ওয়াজেদ জয়। ’

তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন আর নিশিরাতের নির্বাচন করে গণতন্ত্র হত্যার মাধ্যমে ইয়াহিয়া-টিক্কার মডেলের শাসকদের উপদেষ্টার মুখে এমন কথাই মানায়। ব্যাংক লুটেরাদের দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাঁচারের পৃষ্ঠপোষকদের মুখে এমন কথাই মানায়। ’আওয়ামী লীগের শাসনামলে প্রশাসন, বিচার বিভাগে দলীয়করণের ‘নজিরবিহীন’ চিত্রও তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad