দুর্ঘটনায় নিহত লালকেল্লা মামলায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৫৫:১৭ এএম

বিনোদন ডেস্ক :  সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কৃষক আন্দোলনে ভারতের লালকেল্লায় সহিংসতায় দায়ের করা মামলায় অন্যতম অভিযুক্ত অভিনেতা দীপ সিধু।

মঙ্গলবার হরিয়ানার সোনিপতের কাছে সড়ক দুর্ঘটনায় মারা যান পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে পাঞ্জাবের দিকে রওয়ানা দিয়েছিলেন এই অভিনেতা। পথে মানেসরের কাছে কেএমপিএল জাতীয় সড়কে পিপোলি টোল প্লাজার কাছে একটি ট্রাকে ধাক্কা মারে সিধুর গাড়ি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হরিয়ানা পুলিশ।

ভারতে সাম্প্রতিক কৃষক আন্দোলনে কৃষি আইন বিরোধীতায় অন্যতম মুখ ছিলেন এই অভিনেতা। গত ২৬ জানুয়ারি লালকেল্লার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। একবার নয়, দুবার তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান সিধু। 

২০১৫ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘রামতা যোগী’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ছবিটি প্রযোজনা করেছিল অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস বিজয়তা ফিল্মস। ‘রামতা যোগী’ ছাড়াও ‘সাডে আলে’ ও ‘দেশি’ সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। 

১৯৮৪ সালে পাঞ্জাবের মুক্তসার জেলায় জন্মগ্রহণ করেন সিধু। পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে  অনুরাগীর সংখ্যা কম ছিল না সিধুর।

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

▎সর্বশেষ

ad