ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সরকার দলীয় কাজে ব্যবহার করছে। দূতাবাসকে রাষ্ট্রের বদলে আওয়ামী লীগের প্রচারপ্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডাব্লিউ মিকসের দেওয়া বক্তব্য ‘বিকৃত’ করা হয়েছে দাবি করে ওয়াশিংটন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিটি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম।
তিনি দাবি করেন, মিকসের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে দেশি-বিদেশি গণমাধ্যমে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। পরে মিকস নিজেই গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিকে নাকচ করে আন্তর্জাতিক গণমাধ্যম, তাঁর নিজস্ব ওয়েবসাইট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে বক্তব্য তুলে ধরেন।
বেলজিয়াম দূতাবাসের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ব্রাসেলসে অনুষ্ঠিত একটি বেসরকারি সংবাদ সম্মেলনের সূত্র ধরে সেখানে অবস্থিত দূতাবাসের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই বক্তব্য ছিল আওয়ামী লীগের সক্রিয় কর্মীর মতো। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের পকেট থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেই ওয়াসার পানির দাম আবারও বাড়ানো হচ্ছে।
কিউটিভি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৩






