জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কাউন্সিলরের সাক্ষাৎ

admin | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫০:০৭ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জিএম কাদেরের উত্তরার বাস ভবনে ব্রিটিশ হাইকমিশন কাউন্সিলরের সঙ্গে এ সাক্ষাত হয়।  

এ সময় তারা বন্ধু প্রতীম দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। ব্রিটিশ হাইকমিশন কাউন্সিলর জাতীয় পার্টি চেয়ারম্যানের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানও ধন্যবাদ জানান তাকে। সাক্ষাতের সময় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরীফা কাদের এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান-এর আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মাওলা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

▎সর্বশেষ

ad