ব্লাসফেমি: জাফর ভাট্টির মৃত্যুদণ্ডে পাকিস্তানকে নিন্দা জানাল ফিনল্যান্ড-ইইউ

admin | আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ - ০৩:১৮:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম অবমাননার দায়ে জাফর ভাট্টি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তানের নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড সরকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিনল্যান্ড পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি মিকা নিকো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বেলির আইন ও বিচার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি রিয়াজ ফাতইয়ানার কাছে লেখা চিঠিতে এই নিন্দা জানান।

জানা গেছে, জাফর ভাট্টি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। ২০১২ সাল থেকে ধর্ম অবমাননার দায়ে ব্লাসফেমি আইনের অধীনে জেলে বন্দি করে রাখা হয় তাকে। ২০১৭ সালে তাকে মহানবী মোহাম্মদ (সা.) কটাক্ষের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। পরে ২০২১ সালের জুনে রাওয়াল পিন্ডির একটি আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখা হয়। কিন্তু ২০২২ সালে তাকে রাওয়াল পিন্ডির ওই আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় বলে জানা যায়। এখন জানা যাচ্ছে, গত ৬ জানুয়ারি জাফর ভাট্টির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: এএনআই, মার্কিন আন্তর্জাতিক ধর্ম স্বাধীনতার ওয়েবসাইট

 

 

কিউটিভি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad