ব্রেকিং নিউজ
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম

লাইনচ্যুত হওয়ার সময় যাত্রী ছিল ১০৫৩, জানাল উত্তর-পূর্ব সীমান্ত রেল

admin | আপডেট: ১৪ জানুয়ারী ২০২২ - ১১:৩১:৫৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দোমহনিতে আপ বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এ ঘটনাকে দুঃখজনক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা গুণীত কউর জানান, বুধবার দুপুর পৌনে ২টা নাগাদ বিকানের থেকে ছেড়েছিল ১৫৬৩৩ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন। 

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নিউ দোমহনি স্টেশনের কাছেই সেটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা রিলিফ ট্রেন নিয়ে নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিকভাবে জানা যায়, ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। গুণীত বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা।’

তিনি আরো বলেন, লাইনচ্যুত হওয়ার সময় ওই ট্রেনে ১ হাজার ৫৩ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। যে সব যাত্রী আটকে পড়েছেন, তাদের গন্তব্যস্থলে পাঠানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার জন্য বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৭

▎সর্বশেষ

ad