ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমে ৩০ জন ভিক্ষুক পেলেন ১টি করে ছাগল ও কম্বল। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাগল ও কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় উপজেলা সমাজ সেবা বিভাগ এ কর্মসুচির আয়োজন করে। এরপর জেলা প্রশাসক উপজেলা প্রশাসনে আসা সেবা গ্রহিতাদের জন্য জনবান্ধব অভ্যর্থনা কক্ষেরও উদ্বোধন করেন।
কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩