ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির চাকায় নিষ্প্রাণ হলো বোন

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০২:১৯:১৯ পিএম

ডেস্ক নিউজ : স্কুলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে রাজিয়া সুলতানা নূপুর (১৪) সদর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল করোনার টিকা নিতে। জীবন রক্ষায় টিকা নিল ঠিকই, তবে শেষরক্ষা আর হলো না। টিকা নিয়ে চাচাতো ভাইয়ের মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নরসুন্দা নদীর সেতুর পাশে কাভার্ড ভ্যানের চাপায় সে নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নূপুর হচ্ছে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের মো. খুরমের মেয়ে। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। গতকাল ছিল ওই স্কুলের করোনার টিকা নেওয়ার নির্দিষ্ট দিন। সকালে অন্য শিক্ষার্থীদের সঙ্গে এসেছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নবম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পন্ন হলে চাচাতো ভাই হামীম মিয়ার (৩০) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। 

হামীম জানান, তিনি বোনকে পেছনে বসিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ওপর সেতুটি পার হতেই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ওই সময় বোন ছিটকে পড়ে যায় ভ্যানের নিচে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে ভাই কোনোভাবেই মেনে নিতে পারেনি। এ অবস্থায় ‘বোন বোন’ বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। তার এ মৃত্যুতে উপস্থিত সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। এ বিষয়ে থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, জনতা ধরে চালককে থানায় সোপর্দ করেছে,  কাভার্ডভ্যানও আটক রয়েছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad