ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

একসময় বিল‌বোর্ডে লেখা থাক‌বে ‘এখা‌নে আওয়ামী লীগ নেই’

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৪:২৩:১৯ পিএম

ডেস্ক নিউজ : একসময় রাস্তার মো‌ড়ে বিল‌বোর্ডে লেখা থাক‌বে এখা‌নে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লী‌গের লোক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্প‌তিবার (৬ জানুয়া‌রি) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর রু‌নি হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা বলেন তি‌নি। গ‌য়েশ্বর ব‌লেন, সরকার যত‌ দিন আছে, আওয়ামী লীগ তত‌ দিন থাক‌বে। সরকারে না থাক‌লে আওয়ামী লীগও থাক‌বে না। ‘৭১ সা‌লে যেমন কাউকে কাউকে বা‌সাবা‌ড়ির সাম‌নে লি‌খে রাখ‌তে দেখা গে‌ছে যে এখা‌নে রাজাকার নেই। তেম‌নি রাস্তার মো‌ড়ে বিল‌বোর্ডে লেখা থাক‌বে- এখা‌নে কেউ আওয়ামী লীগ নেই, আওয়ামী লী‌গের লোক নেই।

পররাষ্ট্রম‌ন্ত্রীর সমা‌লোচনা ক‌রে তি‌নি ব‌লেন, অন্য দে‌শে অপরাধ হ‌চ্ছে ব‌লে আমা‌দের দে‌শেও অপরাধ হ‌তে পা‌রে- সেই লাই‌সেন্স আপনা‌কে কে দি‌য়ে‌ছে? আমে‌রিকা আমা‌দের দে‌শের ৭ জ‌নের বিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞা আরোপ ক‌রে‌ছে, তাহ‌লে তো আপনা‌কেও তা‌দের কা‌রো কা‌রো কিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞা আরোপ করার বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে হবে। তিনি ব‌লেন, মাত্র ৭ জ‌নের বিরু‌দ্ধে নি‌ষেধাজ্ঞায় দেশব্যাপী তোলপাড়। এক‌টি অং‌শের বু‌কে কাঁপু‌নি ধ‌রে‌ছে, আর বৃহত্তর অংশ আশার আলো দেখ‌ছে। কারণ দুষ্টের দম‌নে আমরা ব্যর্থ হ‌লেও গণতা‌ন্ত্রিক বি‌শ্বের চোখ-কান খোলা। তারা নিন্দা কর‌ছে বা সরকার‌কে পথ প‌রিহার কর‌তে সতর্ক কর‌ছে, পরামর্শ দিচ্ছে। সাম‌াজিক যোগা‌যোগ মাধ্যমে প্রতিদিন কা‌রো কা‌রো ভিসা বা‌তি‌লের খবর আস‌ছে। দিন‌দিন পথ রুদ্ধ হ‌চ্ছে, তারপর দেখা যা‌বে শেখ হা‌সিনা স্বয়ং নিস্তার পায় কি না? তি‌নি নিস্তার পে‌লেও তার সন্তানরা রেহাই পায় কি না সে বিষ‌য়ে আশঙ্কা র‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, অনেক‌ দিন আগেই আপনার (শেখ হা‌সিনা) একমাত্র জামাতা দুবাই গেছেন। তি‌নি নজরদা‌রি‌তে নয়, গৃহব‌ন্দি। দে‌শেও আস‌তে পারছেন না আবার কোথাও যে‌তেও পারছেন না। অপরাধ‌ ছিল মুদ্রাপাচার। জামাই টাকা পাচার ক‌রে‌ছেন, সেটা শাশু‌ড়ির টাকা না‌কি জামাই‌য়ের প‌কে‌টের টাকা? সেটা তো জা‌তির সাম‌নে আসে। সুতরাং যাওয়ার পথটা কিন্তু রুদ্ধ; কিন্তু থাকার পথটা রুদ্ধ নয়।

তিনি বলেন, খা‌লেদা জিয়া‌কে বিনা অপরা‌ধে জেল দেওয়া হ‌য়ে‌ছে। জা‌মিন দেন নাই, চি‌কিৎসা করার সু‌যোগ দি‌চ্ছেন না। যে দৃষ্টান্ত স্থাপন কর‌ছেন অনুরূপভা‌বে তারা য‌দি আপনার পথ অনুস্মরণ ক‌রে, তাহ‌লে আপনার পথ কতটুকু ভয়াবহ তা নি‌শ্চয়ই প‌রিমাপ করা যায়। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আ‌লোচনাসভায় বক্তব্য দেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়াপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, হা‌বিবুর রহমান হা‌বিব, সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad