বহুবিবাহ প্রশ্নে হাইকোর্টের রুল

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০১:৪৫:৪৭ পিএম

ডেস্ক নিউজ :  পুরুষের বহুবিবাহের ক্ষেত্রে কেবলমাত্র অনুমতি নেয়ার বিদ্যমান পদ্ধতিই নয়, বহুবিবাহের ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতের নিশ্চয়তা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়াও বহুবিবাহ বিষয়ে কেন নীতিমালা করার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করেছেন।

আইন সচিব ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ১৩ ডিসেম্বর হাইকোর্টে এই রিটটি করেন।

কিউটিভি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

▎সর্বশেষ

ad