২০২৫ সালে যে নক্ষত্রদের হারাল বিশ্ব

Mohon | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ১২:০৯:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শেষ হতে যাচ্ছে ২০২৫, এ বছরে বিশ্ব হারিয়েছে ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও ব্যবসা-বাণিজ্যের বহু প্রভাবশালী ব্যক্তিত্বকে। মানবসভ্যতার নানা ক্ষেত্রে যাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, তাদের অনেকেই এ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।৮৮ বছর বয়সে প্রয়াত হন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। জীবনের শেষদিকে তিনি বলেছিলেন, ‘চার্চ যখন দেয়াল তোলে, তখন তা মানুষকে ক্ষতিগ্রস্ত করে।’ প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে তিনি চার্চের জাঁকজমক কমান, সমকামিতার বিষয়ে ক্যাথলিক অবস্থান নরম করেন এবং নারীদের নেতৃত্বে বেশি সুযোগ দেন। ভ্যাটিকানের তথ্যমতে, এপ্রিলে তার শেষকৃত্যে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন।

ফেব্রুয়ারিতে মারা যান ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খান (করিম আল হুসেইনি)। তিনি ছিলেন ১ কোটি ৫০ লাখ ইসমাইলির উত্তরাধিকারসূত্রে ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিকভাবে পরিচিত ধনাঢ্য ব্যক্তিত্ব।

পরিবেশ আন্দোলনের অন্যতম প্রতীক, প্রাইমেট গবেষক জেন গুডল ৯১ বছর বয়সে অক্টোবরে মারা যান। অ্যাপোলো-১৩ অভিযানের কমান্ডার জিম লাভেল (৯৭) এবং ডিএনএ গঠনের আবিষ্কারক জীববিজ্ঞানী জেমস ওয়াটসন (৯৭) এ বছর পৃথিবীকে বিদায় জানান।

হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড সেপ্টেম্বরে ৮৯ বছর বয়সে মারা যান। ‘দ্য স্টিং’, ‘আউট অব আফ্রিকা’ ও ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’-এ অভিনয়ের পাশাপাশি তিনি সানড্যান্স ফিল্ম ফেস্টিভালের প্রতিষ্ঠাতা ছিলেন।

অক্টোবরে প্রয়াত হন অভিনেত্রী ডায়ান কিটন (৭৯)। জানুয়ারিতে মারা যান রহস্যময় চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ (৭৮)। জিন হ্যাকম্যান (৯৫) কে ফেব্রুয়ারিতে স্ত্রী ও একটি কুকুরসহ নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, তিনি হৃদরোগসহ নানা জটিলতায় মারা যান।অভিনেতা ভ্যাল কিলমার (৬৫) এপ্রিল মাসে নিউমোনিয়ায় মারা যান। 

হেভিওয়েট বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা যান। পেশাদার কুস্তির আইকন হাল্ক হোগান জুলাইয়ে ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিওগো জোটা (২৮) জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।  নভেম্বরে মারা যান নাট্যকার টম স্টপার্ড (৮৮)। নোবেলজয়ী পেরুভিয়ান লেখক মারিও ভার্গাস ইয়োসা এপ্রিল মাসে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কেনিয়ান লেখক নগুগি ওয়া থিয়ং’ও, ফ্রেডরিক ফরসাইথ ও ব্রিটিশ ঔপন্যাসিক জিলি কুপারও এ বছর মারা যান। জুলাইয়ে মারা যান হেভি মেটাল তারকা অজি অসবোর্ন (৭৬)। বিচ বয়েজের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান উইলসন জুনে ৮২ বছর বয়সে মারা যান। রোবার্টা ফ্ল্যাক, জিমি ক্লিফ, ম্যারিয়েন ফেইথফুল, স্লাই স্টোনসহ আরও অনেক সংগীতশিল্পীকে হারিয়েছে বিশ্ব।

নভেম্বরে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি (৮৪)। ফ্রান্সের কট্টর ডানপন্থি নেতা জ্যঁ-মারি ল্য পেন জানুয়ারিতে মারা যান।নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা, জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামাসহ একাধিক রাষ্ট্রনেতাও এ বছর মারা যান।

আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় রয়টার্সের ক্যামেরাপারসন হুসাম আল-মাসরিসহ পাঁচ সাংবাদিক নিহত হন। বিশ্বখ্যাত আলোকচিত্রী সেবাস্তিয়াও সালগাদো ৮১ বছর বয়সে মারা যান।

বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক গেহরি, ব্রিটেনের প্রথম নারী গোয়েন্দা প্রধান স্টেলা রিমিংটন, স্পেস স্কাইডাইভার ফেলিক্স বাউমগার্টনার, ব্যবসায়ী ফ্রেডেরিক স্মিথসহ বিভিন্ন ক্ষেত্রের আরও বহু বিশিষ্ট ব্যক্তি এ বছর পৃথিবীকে বিদায় জানিয়েছেন।

বিদায়ী বছরটি তাই শুধু সময়ের হিসাবেই নয়, ইতিহাসের পাতায়ও চিহ্নিত হয়ে থাকবে অসংখ্য প্রভাবশালী মানুষের বিদায়ের জন্য—যাদের কাজ, চিন্তা ও অবদান বিশ্বকে দীর্ঘদিন পথ দেখাবে।

 

 

 

কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৯

▎সর্বশেষ

ad