মালদ্বীপের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ - ০২:৪০:২৭ পিএম

ডেস্ক নিউজ : মালদ্বীপের পররাষ্ট্র সচিব ফাতিমাথ ইনায়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

স্থানীয় সময় বৃহস্পতিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান নিয়েও মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।

অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad