
ডেস্ক নিউজ : সাক্ষাতে, বাংলাদেশ, সৌদি আরব ও মালদ্বীপের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। একইসাথে তারা পরিবহন, আবাসন, স্বাস্থ্য, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, জনকূটনীতি এবং অবকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এসময় বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপ ও সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পরিশ্রম, দক্ষতা ও সততার প্রশংসা করে বলেন, তারা বাংলাদেশের গর্ব।
জবাবে, রাষ্ট্রদূত আলকাহতানি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশের অবদান ও প্রবাসীদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে দুই পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৪