
নরসিংদীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমি দখল করলেন বিএনপি নেতা
নিউজ ডেক্সঃ নরসিংদীর শিবপুরে ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল ও বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলেও অভিযুক্তরা তা মানছেন না বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে শিবপুর থানার দক্ষিণ কারারচর এলাকায়। অভিযুক্ত ব্যক্তি হলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়া। এ ঘটনায় তার সহযোগী হিসেবে অভিযুক্ত হয়েছেন শিবপুর থানা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক।
ভুক্তভোগী মো. মতিউর রহমান জানান, চরসুজাপুর মৌজায় ২৩ শতাংশ জমি তার বাবা ৫৩ বছর আগে খরিদ করে দেন। এরপর থেকে পরিবারটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই জমির প্রতি লোভ দেখান কামাল মিয়া। এ সময় তিনি জমির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং অন্যথায় জমিতে প্রবেশে বাধা দেওয়ার হুমকি দেন।
অভিযোগ রয়েছে, গত ৭ সেপ্টেম্বর সকালে কামাল মিয়া, যুবদল নেতা আবু বক্কর, কবীর, আজিজুলসহ ১০–১৫ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করেন। এসময় তারা লোহার গেইট ভেঙে, গাছপালা কেটে ফেলে পুরনো দেয়াল ভেঙে নতুন করে দেয়াল নির্মাণ করে জমি দখল করেন।
ঘটনার পর মতিউর রহমান শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের নির্দেশ অমান্য করে অভিযুক্তরা জমি দখল অব্যাহত রেখেছেন এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মতিউর রহমান বলেন, “আমাদের বাবা ৫৩ বছর আগে এই সম্পত্তি খরিদ করেন। সেই থেকে আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমরা সাধারণ মানুষ, তাদের সঙ্গে লড়তে পারছি না। সরকারের কাছে ন্যায়বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়া দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা। মামলা করার আগেই এখানে দেয়াল নির্মাণ করা হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১০ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.৩০