ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ - ০৬:৫৬:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই সীমিত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৪ সালের মানবাধিকার লঙ্ঘনবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন, বেআইনি গ্রেপ্তার বা আটকসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন ঘটছে ভারতে। বিশেষ করে মণিপুর রাজ্যে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাতে মানবাধিকার পরিস্থিতি আরও অবনত হয়েছে।

গণমাধ্যমের তথ্যমতে, ২৯ অক্টোবর পর্যন্ত সংঘাতে ৪৮ জন বেসামরিক নিহত হয়েছেন। সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভ দমনে পুলিশ স্টান গান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জম্মু-কাশ্মিরে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন নিরাপত্তা সদস্য এবং ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকি, সেন্সরশিপ, জোরপূর্বক গর্ভপাত বা বন্ধ্যাকরণ, শিশুদের সশস্ত্র গোষ্ঠীতে অবৈধভাবে নিয়োগসহ নানা মানবাধিকার উদ্বেগ বিদ্যমান রয়েছে।

 

আয়শা/১৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad