ইউল্যাবে যুব উন্নয়ন ও গবেষণা প্রচারে এমওইউ স্বাক্ষর..

RAZ CHT | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১২:৩৩:১৪ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

উনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এএমএএল (AMAL) ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে যুব উন্নয়ন ও গবেষণা প্রচারে এমওইউ (MoU) স্বাক্ষর হয়েছে। সোমবার (২১ জুলাই) ক্যাম্পাসে যুব নেতৃত্বের এনজিওর সঙ্গে এ সমঝোতা স্বাক্ষর হয়। এই অংশীদারত্বের মাধ্যমে যৌথ উদ্যোগ হিসেবে প্রকল্প উন্নয়ন, শিক্ষার্থী ইন্টার্নশিপ, মিলিত গবেষণা এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালু করে যুব নেতৃত্ব, গবেষণা ও কমিউনিটি ডেভেলপমেন্টকে উৎসাহিত করা হবে। AMAL ফাউন্ডেশন প্রতি সেশনে ULAB শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্লেসমেন্ট দেবে, আর উভয় প্রতিষ্ঠান মিলিতভাবে কর্মশালা আয়োজন ও ‘যুব ও জলবায়ু সহনশীলতা’ বিষয়ক যৌথ গবেষণা প্রকাশ করবে। MoU-তে স্বাক্ষর করেছেন ULAB এর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং AMAL ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মিসেস এসরাত করিম। এই সহযোগিতা ULAB এর অভিজ্ঞতামূলক শিক্ষাদান ও সামাজিক পরিবর্তনে অঙ্গীকারকে তুলে ধরে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৯ জুলাই ২০২৫/দুপুর :১২.৩৩

▎সর্বশেষ

ad