ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না : হাসনাত

RAZ CHT | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০২:১৬:৩৭ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়ায় থাকে। তিনি আরও বলেন, নিজের ঘর থেকে ‍শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য দলের কর্মীদের চাইতে আলাদা হতে হবে। আপনারা দুর্নীতি করবেন না, কেউ করলে সেটাও প্রতিবাদ করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সংগঠিত হতে হবে। শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এখন মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। আমরা যদি বাংলাদেশ গড়তে চাই এনসিপিকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতাকর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও জীবন দিয়ে আমরা নেতা হয়েছি। আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতাকর্মীদের ভয় দেখানো হয়। আপনার ধৈর্য ধরুন, আগামী একবছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি করা হবে। এলাকার সুনাগরিক, বিশিষ্টজনকে হাতে-পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন। এনসিপির এ নেতা বলেন, আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। ১০০ পয়সাওয়ালা চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ নিয়ে দল করব আমরা। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজ কর্মীর প্রয়োজন নেই। ১০টা ভালো মানুষ নিয়ে হলেও রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে খেয়ে না খেয়ে এনসিপিকে সুসংগঠিত করুন। এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা করে পুরান থানা এলাকায় সমাবেশস্থলে যান। এনসিপির কর্মসূচিকে ঘিরে পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। শহরের প্রধান সড়কে সমাবেশের আয়োজন করায় সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ০২.১৫

▎সর্বশেষ

ad