ট্রেনের নিচে ঝাঁপ, চাকায় আটকে এক কিমি দূরে পড়ল ছিন্নভিন্ন অংশ

Ayesha Siddika | আপডেট: ১৯ মে ২০২৫ - ১০:৫৪:৪৬ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার পর চাকায় আটকে এক কিমি দূরে পড়ল তার শরীরের ছিন্নভিন্ন অংশ।

সোমবার দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার আধুনগর রূপবানপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া স্টেশনমাস্টার মো. লোকমান।

মৃত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদারপাড়া গ্রামের মৃত রজিউল্লাহর ছেলে। সরেজমিন পরিদর্শনে এলাকাবাসী জানান, সোমবার সকালে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হয়ে যান প্রবাস ফেরত বাদশা মিয়া। সকালে থানার পেছনে রেললাইনের ওপর হাঁটতে দেখেছেন পথচারীরা।

ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির নিচে ঝাঁপ দেন তিনি। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের মাঝখানে ছিটকে পড়ে থাকে।

মৃতের ছেলে জিসান বলেন, সকাল ৯টার দিকে জায়গা-জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। বাবা এক বছর আগেও বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল। রেললাইনে কাটা পড়ে খবর পেয়ে বাবার পরিচয় শনাক্ত করি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

কিউটিভি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৫০

▎সর্বশেষ

ad