
লাইফ ষ্টাইল ডেস্ক : রিউমাটয়েড নডিউলের কিছু সাধারণ বৈশিষ্ট্য
- যাঁদের অনেক বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সাধারণত তাঁদেরই এটি হয়।
- ধরলে এটিকে চাকার মতো মনে হয়।
- আক্রান্ত ব্যক্তি কোনো ব্যথা অনুভব করেন না।
- শরীরের যেসব স্থানে চাপ পড়ে বেশি, সে জায়গায় হয়।
- এটি বিভিন্ন মাপের হতে পারে। কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত।
- একটি বা একাধিক সংখ্যায় থাকতে পারে।
এটি দেখতে ছোট ছোট টিউমারের মতো। যদিও এটি বিভিন্ন মাপের হয়। কিছু নডিউল বড় মাপেরও হয়। সাধারণত এটি ত্বকের নিচে দেখা যায়। এ কারণে বাইরে থেকেও এটি দেখা যায়। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদেরই হয়। অন্য কোনো রোগে এটি হয় না। সাধারণত কনুই, হাত ও হাতের আঙুলের হাড়সংশ্লিষ্ট অংশে ত্বকের নিচে এটি হয়। যদিও খুবই ব্যতিক্রম, তবে ফুসফুসে বা শরীরের আরও কিছু অঙ্গে এটি হতে পারে।
কাদের ঝুঁকি আছে
- বয়স্ক রোগী, যাঁদের বহু বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে।
- নারীদের তুলনামূলক বেশি হয়।
- যাঁদের রক্তে রিউমাটয়েড আর্থ্রাইটিস–সম্পর্কিত অ্যান্টিবডি (রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি–সিসিপি অ্যান্টিবডি) বেশি মাত্রায় থাকে।
- যাঁরা মেথোট্রেক্সেট নামক ওষুধ নিয়মিত সেবন করে আসছেন, তাঁদের নডিউলের সংখ্যা বাড়তে পারে। তবে মনে রাখতে হবে যে মেথোট্রেক্সেট রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটি খুবই গুরুত্বপূর্ণ ও ভালো মানের ওষুধ।
গেঁটে বাত হলে কী করবেন?
রিউমাটয়েড নডিউল বিশেষ কোনো সমস্যা করে না। এ কারণে আলাদা করে চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
চিকিৎসা করার প্রয়োজন হতে পারে
- ব্যথা হলে
- ইনফেকশন হলে
- আক্রান্ত স্থান নড়াতে কষ্ট হলে
সে রকম ক্ষেত্রে কিছু ওষুধ চিকিৎসক প্রয়োজন মনে করলে ব্যবহার করতে বলতে পারেন। অনেক সময় শল্যচিকিৎসক এটিকে অপসারণও করতে পারেন। কোনো ওষুধের সঙ্গে সম্পর্কিত হলে চিকিৎসক প্রয়োজনে ওষুধ পরিবর্তন করতে পারেন।
কিউটিভি/আয়শা/১৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:২৩






