ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস, ৪১ শ্রমিক নিখোঁজ

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:২৩:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সীমান্তবর্তী মানা গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে।

খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই সঙ্গে উদ্ধারকাজে যোগ ‍দিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অরগাইজেশনের (বিআরও) সদস্যেরা। বিআরওর এক ইঞ্জিনিয়ার সিআর মীনা সংবাদ সংস্থা এনআইএকে বলেন, ঘটনাটি ঘটেছে বিআরওর একটি ক্যাম্পের কাছে। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। তিন থেকে চারটি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
 
উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক দীপম শেঠ জানান, দুর্ঘটনার সময় ওই স্থানে ৫৭ জন শ্রমিক অবস্থান করেছিলেন। তিনি জানান, গত দুই ঘণ্টা ধরে উদ্ধার কাজ চলছে। তবে প্রতিকূল আবহাওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রবল তুষারপাত ও ঝোড়ো বাতাসের কারণে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা বরফ কাটার যন্ত্র ব্যবহার করে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছি। 
চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, ‘ভারি বৃষ্টি ও তুষারপাতের কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হচ্ছে না, ফলে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।’
 
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী তুষারধসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্ধার অভিযানের বিষয়ে আশ্বস্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সব শ্রমিক ভাইয়ের নিরাপত্তার জন্য আমি ভগবান বদ্রিনাথের নাথের কাছে প্রার্থনা করছি।’

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

▎সর্বশেষ

ad