ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বইমেলায় সুজন সুপান্থ’র ‘এইরূপে প্রেম ফোটে’

Ayesha Siddika | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:৫৮:২৭ পিএম

সাহিত্য ডেস্ক : বইমেলায় স্বপ্ন’৭১–এর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইমেলায় স্টল নম্বর ১৯০। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’ ও ‘মেঘের ভেতর মীন’। গত বছর ‘নীল সার্কাসের ঘোড়া’ মুক্তগদ্যের বইটি বিপুল পাঠকপ্রিয়তা পায়।

‘এইরূপে প্রেম ফোটে’ বইটির প্রচ্ছদ করেছেন মাহফুজ রহমান। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ২৫ শতাংশ কমিশনে ১৫০ টাকায় ‘এইরূপে প্রেম ফোটে’ পাওয়া যাচ্ছে। বইমেলা ছাড়াও রকমারি ডটকমে অর্ডার করেও বই সংগ্রহ করা যাবে।
‘এইরূপে প্রেম ফোটে’ বইটি নিয়ে সুজন সুপান্থ বলেন,
যে মানুষ একবার প্রেমে পড়ে, সে আর ফেরে না কখনো। ফেরে অন্য কেউ। সেই অন্য কেউ হয়ে দেখেছি—দ্বিধা-দ্বন্দ্ব ও দুঃখ পেরিয়ে সামনে এসে দাঁড়ায় বুক ঝিম হওয়া প্রাচীন হাওয়া। সে কি কেবলই হাওয়া? প্রেম নয়?

তাহলে কী রূপে ফোটে প্রেম?—উড়ে চলা এই রহস্যের উত্তরীয় জড়িয়ে দেখুন, কীভাবে প্রেমিক-প্রেমিকার হাত ধরে নিশ্চিন্তে পেরিয়ে যাচ্ছেন বড় রাস্তার জেব্রাক্রসিং…।

প্রসঙ্গত, ২০২০ সালে ‘মেঘের ভেতর মীন’; ২০২৪ সালে ‘নীল সার্কাসের ঘোড়া’ নামে সুজন সুপান্থ’র দুটি মুক্তগদ্যের বই প্রকাশ হয়। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই–বাসা’; ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ও ২০১৮ সালে ‘বিষণ্ণ জোকারের হাসি’ নামে তিনটি বই প্রকাশ হয়। 

 

 

কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad