ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জানুয়ারি মাসের সেরার তালিকায় তিন স্পিনার

Ayesha Siddika | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:৫৭:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৫ এর প্রথম মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান, পাকিস্তানের নোমান আলি এবং ভারতের বরুণ  চক্রবর্তী। এই তিন স্পিনারের মধ্যে প্রথম দুজন লাল বলের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেলেও, শেষের জন টি-টোয়েন্টির পারফরম্যান্সের জন্য পেয়েছেন। জোমেল ওয়ারিক্যান সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের মাটিতে তার ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যের জন্য। তার নৈপুণ্যে পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৩৪ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

 

সিরিজের দ্বিতীয় টেস্টে ফের জ্বলে ওঠেন ওয়ারিক্যান। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেই সাফল্যও ছাড়িয়ে যান। এই ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭০ রানে ৯ উইকেট শিকার করেন।


পাশাপাশি ব্যাট হাতে ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক এক জয় এনে দেন।  দুই টেস্ট মিলিয়ে ৪২.৫০ গড়ে ৮৫ রানের পাশাপাশি মাত্র ৯ গড়ে ১৯ উইকেট শিকার করে সিরিজসেরা হন ওয়ারিক্যান।

একই সিরিজে পাকিস্তানের হয়ে জ্বলে উঠেছিলেন নোমান আলি। সিরিজের প্রথম টেস্টে ৮১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে দ্বিতীয় টেস্টেই নিজের সেরাটা দেখান নোমান।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট শিকার করেন নোমান। দুই ইনিংস মিলিয়ে ১২১ রানে ১০ উইকেট শিকার করলেও দলকে জেতাতে পারেননি তিনি। সিরিজে মাত্র ১২.৬২ গড়ে ১৬ উইকেট শিকার করেন নোমান।

ওয়ারিক্যান এবং নোমান টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেলেও বরুণ চক্রবর্তী পেয়েছেন টি-টোয়েন্টির পারফরম্যান্সের কারণে,। ভারতের এই রহস্য স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার ঘুর্ণির সামনে ইংলিশ ব্যাটাররা খাবি খেয়েছে।

ইডেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বরুণ মাত্র ২৩ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৮ রান দিলেও তিনি হ্যারি ব্রুক এবং জেমি ওভারটনের গুরুত্বপূর্ণ উইকেট দুটি শিকার করেন।

রাজকোটে আরেকবার জাত চেনান বরুণ। ইংল্যান্ডের ব্যাটারদের নাচিয়ে মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। পুনেতে চতুর্থ ম্যাচে আরও ২ উইকেট শিকার করেন তিনি। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজে মাত্র ৯.৪১ গড়ে ১২ উইকেট শিকার করেন বরুণ। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.০১ ইকোনমি রেটে। 

View this post on Instagram

A post shared by ICC (@icc)

 

এদিকে নারীদের ক্রিকেটে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কারিশমা রামহারাক, অস্ট্রেলিয়ার ব্যাটার বেথ মুনি এবং ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের নায়ক তৃষা গঙ্গাদি।

 

 

কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫২

▎সর্বশেষ

ad