
স্পোর্টস ডেস্ক : ২০২৫ এর প্রথম মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান, পাকিস্তানের নোমান আলি এবং ভারতের বরুণ চক্রবর্তী। এই তিন স্পিনারের মধ্যে প্রথম দুজন লাল বলের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেলেও, শেষের জন টি-টোয়েন্টির পারফরম্যান্সের জন্য পেয়েছেন। জোমেল ওয়ারিক্যান সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের মাটিতে তার ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যের জন্য। তার নৈপুণ্যে পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৩৪ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের দ্বিতীয় টেস্টে ফের জ্বলে ওঠেন ওয়ারিক্যান। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেই সাফল্যও ছাড়িয়ে যান। এই ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭০ রানে ৯ উইকেট শিকার করেন।
পাশাপাশি ব্যাট হাতে ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক এক জয় এনে দেন। দুই টেস্ট মিলিয়ে ৪২.৫০ গড়ে ৮৫ রানের পাশাপাশি মাত্র ৯ গড়ে ১৯ উইকেট শিকার করে সিরিজসেরা হন ওয়ারিক্যান।
একই সিরিজে পাকিস্তানের হয়ে জ্বলে উঠেছিলেন নোমান আলি। সিরিজের প্রথম টেস্টে ৮১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে দ্বিতীয় টেস্টেই নিজের সেরাটা দেখান নোমান।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট শিকার করেন নোমান। দুই ইনিংস মিলিয়ে ১২১ রানে ১০ উইকেট শিকার করলেও দলকে জেতাতে পারেননি তিনি। সিরিজে মাত্র ১২.৬২ গড়ে ১৬ উইকেট শিকার করেন নোমান।
ইডেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বরুণ মাত্র ২৩ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৮ রান দিলেও তিনি হ্যারি ব্রুক এবং জেমি ওভারটনের গুরুত্বপূর্ণ উইকেট দুটি শিকার করেন।
কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫২