
ডেস্ক নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতদলের কবলে পড়ে মহসিন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় তাদের গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে পৃথক অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে জালালের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ১৪টি, ফয়সালের বিরুদ্ধে ১১টি ও রুহুল আমীনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ১টি চাকু, ৩টি রামদা, ১টি ছুরি ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে, স্টেশন রোডে ‘গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং স্থানীয় বিএনপি নেতা।
পুলিশ জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে অন্য আরেকজনের সঙ্গে মোটরসাইকেলযোগে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি খেলার মাঠের কাছে ডাকাতদল তাদের আটক করে মোটরসাইকেল ও সঙ্গে থাকা টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় মহসিন দৌড়ে পালিয়ে যান এবং খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ইলিয়াছ মিয়াকে উদ্ধার করেন। পরে মহসিনকে খেলার মাঠে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের হয় এবং ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী আন্দোলনে নামেন। ডিবি হবিগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বাংলানিউজকে জানান, এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫