
ডেস্ক নিউজ : অনেক স্বামী স্ত্রীকে ‘বোন’ আর অনেক স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকেন। জানার বিষয় হলো, স্ত্রীকে ‘বোন’ আর স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে বিচ্ছেদ হয়ে যায়? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামি শরিয়তে স্ত্রীকে ‘বোন’ আর স্বামীকে ‘ভাই’ ডাকলে বিয়ে বিচ্ছেদ হবে না। তবে এভাবে বোন বলে সম্বোধন করা মাকরুহ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডাকতে নিষেধ করেছেন। আবু তামিমা আল জুহামি (রা.) বলেন,
أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ يَا أُخَيَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْتُكَ هِيَ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ অর্থ: এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, হে আমার বোন, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এ রকম সম্বোধনকে অপছন্দ করলেন এবং এ রকম সম্বোধন করতে নিষেধ করলেন। (আবু দাউদ ২২০৪)
উপরোক্ত হাদিসের আলোকে ইসলামি ফেকাহবিদরা বলেছেন, স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ। (আদ্দুররুল মুখতার: ৩/৪৭০) তাই স্বামী স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকবে, স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে।
কোনো অঞ্চলের সংস্কৃতিতে স্বামীর নাম ধরে ডাকা অসম্মানজনক হলে এবং স্বামী অপছন্দ করলে নাম ধরে ডাকা থেকে বিরত থাকতে হবে এবং কোনো সম্মানজনক শব্দে তাকে ডাকতে হবে।
কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৪