ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যে কারণে মাহিরা খানের কাছে কৃতজ্ঞ জারার খান

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:৫৪:০২ পিএম

বিনোদন ডেস্ক : পাকিস্তানের তরুণ অভিনেত্রী ও মডেল জারার খান। সম্প্রতি টিভি নাটক ও টেলিফিল্মে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে। পাকিস্তানের উঠতি এ অভিনেত্রী তার ক্যারিয়ারের আজকের অবস্থার জন্য পেছনে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন।

তিনি জানান, তার ক্যারিয়ার শুরু হয়েছিল যখন মাহিরা খানের সৌজন্যে। তিনিই প্রথম তার প্রতিভা চিনে তাকে কাজ দেওয়ার প্রস্তাব করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জারার খান তার জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জানিয়ে এসব কথা বলেন। অভিনেত্রী জানান, একটি কমার্শিয়ালে কাজ করার পর তাকে মাহিরা খানের সঙ্গে একটি চলচ্চিত্রে ছোট একটি ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়।

জারার বলেন, শুটিংয়ের সময় মাহিরা খান আমার দক্ষতার প্রশংসা করেছিলেন এবং আমাকে তার স্পোর্টস সিরিজের একটি চরিত্রে অভিনয়ের ‍সুযোগ করে দিয়েছিলেন, যা আমার ক্যারিয়ারের শুভ সূচনা এনে দিয়েছিল। সেই সিরিজের পর জারার খান ৭-৮টি নাটক, টেলিফিল্ম, সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

সম্প্রতি টিভি নাটকে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। যা তার জনপ্রিয়তা বৃদ্ধিতেও সাহায্য করেছে। জারার খান বর্তমানে মাহিরা খান এবং ফাওয়াদ খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করছেন। শীঘ্রই সিনেমাটি পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫৩

▎সর্বশেষ

ad