
স্পোর্টস ডেস্ক : নারী দলের ক্যাম্পে ৩১ জন খেলোয়াড়কে ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের মধ্যে আনাই মগিনি এখনও পর্যন্ত যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে আজ (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ পিটার বাটলার। যে ১৩ জন উপস্থিত ছিলেন, তারা হলেন- রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।
অনুশীলনে যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়েই ভাবছেন পিটার বাটলার। বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কোনও ভাবনা নেই তার। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবন ছেড়ে যাওয়ার সময় পিটার বাটলার সাংবাদিকদের বলেন, ‘যেসব খেলোয়াড় পেয়েছি, তাদের নিয়েই কাজ করছি। কাজ চলমান থাকবে।’ আজ সকালে মাত্র ১৩ জন খেলোয়াড় অনুশীলনে যোগ দিয়েয়েন। সিনিয়র মেয়েরা অনুশীলনে যোগ দেননি। এ ব্যাপারে জানতে চাইলে বাটলার বলেন, ‘আমার কোনও ধারনা নেই। এ বিষয়ে বলতে আমার আগ্রহ নেই।’
দীর্ঘদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার করা হয়েছে। কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, পিচের অবস্থা কেমন। উত্তরে তিনি বলেন, ‘পিচ ভালো ছিল, কোনও সমস্যা নেই।’ আগামীকাল অনুশীলন করবেন কি না এমন প্রশ্নে উত্তরে পিটার বলেন, ‘হ্যাঁ, আমরা কন্টিনিউ করবো।’ আগামীকাল আরও খেলোয়াড় যোগ দেবেন কি না এমন প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা যোগ দিচ্ছে। আমি আশাবাদী সামনে তার দেশকে সার্ভিস দেবে।’
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাবিনা খাতুনসহ ১৮ জন নারী খেলোয়াড় কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে ঘোষণা দেন। মেয়েরা তখন বলেছেন, বাটলারকে বাদ না দিলে তারা সবাই অবসরে যাবেন। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ ব্যাপারে তদন্ত শুরু করে। বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বাফুফে ভবনের নিচে আজ সাংবাদিকদের বলেন, ‘মেয়েদের ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাইব মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। এটাই আমাদের চাওয়া। এই বাইরে আর চাওয়া নেই। সেটা নিয়ে অনবরত আমরা কাজ করে যাচ্ছি।’
কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫