ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

স্বরার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:০৪:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। ঘটনায় হতাশ হয়ে পড়েছেন তিনি। মনের অবস্থা জানাতে এখন ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তিনি।

হতাশা ব্যক্ত করে অভিনেত্রী জানান, তার দুটি টুইট কপিরাইট লঙ্ঘন করেছে। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশের মানুষ ও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে দুটি টুইট করেছিলেন তিনি। আর তাতেই তার এক্স অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়। কপিরাইট লঙ্ঘনের জন্য চিহ্নিত পোস্টগুলি ছাড়াও স্বরা এক্স থেকে পাওয়া নোটিশগুলির স্ক্রিনশট পোস্ট করেছেন।

স্বরার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিতস্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত

স্বরাকে এক্স থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘আপনি এমন তথ্য শেয়ার করতে পারেন না!’ স্বরার প্রিয় এক্স থেকে করা দুটি টুইটই ‘কপিরাইট লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বরা লিখেছেন, আমি বুঝতে পারছিলাম না, আমার এক্স অ্যাকাউন্ট লক ও নিস্ক্রিয় করা হয়েছে কেন। আমি সেখানে প্রবেশ করতে পারছি না। এখন বুঝলাম আমার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছেন এক্স।

স্বরার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিতস্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত

স্বরা লেখেন, ওই পোস্ট দুটির একটির ব্যাকগ্রাউন্ড কমলা রঙের। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘গান্ধী হাম শারমিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়।’ এটি ভারতের প্রগতিশীল আন্দোলনের একটি জনপ্রিয় স্লোগান।

অন্য পোস্টটি স্বরার মেয়ের ভারতের পতাকা হাতে নিয়ে তোলা একটি ছবি। এ ছবির ক্যাপশনে লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এটি কীভাবে কপিরাইট লঙ্ঘন করতে পারে এ নিয়ে প্রশ্ন স্বরার। স্বরার মনে প্রশ্ন জেগেছে, দেশপ্রেমের কথাও কি সোশ্যাল মিডিয়ায় লেখা যাবে না! দেশ ও দেশের মানুষকে ভালোবাসার কথা জানানো কি অপরাধ?

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad