ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে দেখা যেতে পারে শরিফুলকে

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:৪৫:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী মে থেকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। এই টুর্নামেন্টে এসেক্সের হয়ে খেলতে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। এই বাংলাদেশি পেসারকে দলে নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে শরিফুলকে। এমনই খবর প্রকাশ করেছে দেশের একটি সংবাদমাধ্যম।

চলতি বছর ২৯ মে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর। তবে শরিফুল সেখানে খেলতে গেলে শুধুমাত্র মে-জুলাই সময়টুকুর জন্যই যেতে পারেন। এই বাংলাদেশির সেখানে খেলা নির্ভর করবে বিসিবির অনাপত্তি পত্র পাওয়ার ওপর। সে সময় জাতীয় দলের ব্যস্ততা থাকায় শরিফুল অনুমতি পাবেন কি-না দেখার বিষয়।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সে সফরে সমান ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এমন অবস্থায় শরিফুলকে বিসিবি এনওসি নাওও দিতে পারে। আর এখন পর্যন্ত এনওসির জন্য বিসিবির কাছে আবেদনও করেননি তিনি। চলতি বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন শরিফুল।

কাউন্টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা খুব বেশি বাংলাদেশির নেই। এর আগে দুই দফায় ইংলিশ কাউন্টির হয়ে খেলেছেন সাকিব আল হাসান। প্রথম দফায় ২০১০ ও ২০১১ সালে তিনি ওরচেস্টারশায়ারের হয়ে খেলেন। প্রথম শ্রেণির পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলেছেন তিনি। ২০১৩ সালে লেস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। আর দ্বিতীয় দফায় গতবছর সারের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সাকিব।

কাউন্টিতে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানেরও। ২০১১ সালে নটিংহ্যাম্পশায়ার এবং ২০১৭ সালে এসেক্সের হয়ে খেলেছিলেন এই সাবেক অধিনায়ক। অন্যদিকে ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন মোস্তাফিজ।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad